Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

ক্র: নং

সেবাসমূহ/সেবার নাম

সেবাপ্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তি স্থান

সেবামুল্য ও পরিশোধিত পদ্ধতি

সেবাপ্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

১।

ক) নিরাপদ পানির উৎস স্থাপন অবকাঠামো নির্মান (পল্লী এলাকায়)

খ) নিরাপদ পানির উৎস স্থাপন ও অবকাঠামো নির্মান (পৌর এলাকায়)

উপজেলা (WATSAN) কমিটি কর্তৃক অনুমোদিত তালিকা অনুযায়ী সহায়ক চাদা প্রাপ্তি সাপেক্ষে সরকারী বরাদ্দ মোতাবেক চুড়ান্ত তালিকা কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদারের নিকট সরবরাহ।

সরবরাহকৃত তালিকা অনুযায়ী মালামাল সরবরাহ সহ নলকূপ স্থাপন অবকাঠামো নির্মান।

সেবা গ্রহনকারীর আবেদনপত্র।

প্রাপ্তি স্থান :

দপ্তরীয় ওয়েবসাইট/ (www.dphe.gov.bd)

অধিদপ্তরীয় সংশ্লিষ্ট উপজেলা কার্যালয়।

১) সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপ-১০০০০/-

২) গভীর নলকূপ (৬নং পাম্পযুক্ত)-৭০০০/-

৩) মাল্টিপল গভীর নলকূপ-৭০০০/-

৪) পন্ড স্যান্ড ফিল্টার-৭০০০/-

৫) বৃষ্টির পানি সংরক্ষণ-২৫০০/-

পরিশোধ পদ্ধতি-ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এর মাধ্যমে।

 

 

 

অর্থ বছর।

 সংশ্লিষ্ট উপজেলার সহকারী প্রকৌশলী / উপ-সহকারী প্রকৌশলী 

২।

পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ।

পাইপ লাইন স্থাপনের পর সেবা গ্রহন করতে ইচ্ছুক নাগরিক কর্তৃক সংশ্লিষ্ট পৌরসভা /উপজেলা পরিষদ/ইউনিয়ন পরিষদ/পরিচালনা কমিটির নিকট গৃহ সংযোগের জন্যা আবেদন দাখিল।

সেবা গ্রহনকারীর আবেদনপত্র।

গৃহ সংযোগের জন্য সংশ্লিষ্ট পৌরসভা /উপজেলা পরিষদ/ইউনিয়ন পরিষদ/পরিচালনা কমিটি কর্তৃক নির্ধারিত ফি প্রদান।

০৩(তিন) মাস।

গৃহ সংযোগের জন্য সংশ্লিষ্ট পৌরসভা /উপজেলা পরিষদ/ইউনিয়ন পরিষদ/পরিচালনা কমিটির সভাপতি।

৩।

স্যানিটেশন সেবা

সুনির্দিষ্ট প্রকল্পে সংস্থাপন থাকা সাপেক্ষে হতদরিদ্র জনগোষ্ঠী কর্তৃক ল্যাট্রিন স্থাপনের আবেদন ইউনিয়ন/উপজেলা (WATSAN)কমিটিতে দাখিল।

(WATSAN)কমিটি কর্তৃক সরকারী বরাদ্দ।

সেবা গ্রহনকারীর আবেদনপত্র।

প্রাপ্তি স্থান :

সংশ্লিষ্ট উপজেলা/ইউনিয়ন পরিষদ

সরকার কর্তৃক নির্ধারিত মুল্যে।

অর্থ বছর।

  সংশ্লিষ্ট উপজেলার সহকারী প্রকৌশলী /উপ-সহকারী প্রকৌশলী 

৪।

রিং-স্লাব বিনামুল্যে বিতরন/কমিউনিটি ল্যাট্রিন স্থাপন।

বরাদ্দ সাপেক্ষে পৌরসভা/ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রাপ্ত তালিকা মোতাবেক হতদরিদ্রের মাঝে স্যানিটেশন সামগ্রী বিনামুল্যে বিতরন/অনুমোদিত তালিকা মোতাবেক কমিউনিটি ল্যাট্রিন স্থাপন। ।

পৌরসভা /ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রাপ্ত তালিকা মোতাবেক।

 

 

বিনামূল্যে

 

 

অর্থ বছর।

সংশ্লিষ্ট উপজেলার সহকারী প্রকৌশলী /উপ-সহকারী প্রকৌশলী 

৫।

পানির গুনগতমান পরীক্ষা

সেবা গ্রহনে ইচ্ছুক নাগরিক সরকার কর্তৃক নির্ধারিত ফি সহ সংশ্লিষ্ট আঞ্চলিক পানি পরীক্ষাগারে আবেদন। নির্ধারিত ফি সহ আবেদন প্রাপ্তির পর আঞ্চলিক পরীক্ষাগারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পানি পরীক্ষাকরনে ব্যবস্থা গ্রহন। নির্ধারিত সময়ের মধ্যে সেবা গ্রহন কারীর নিকট পানি পরীক্ষার প্রতিবেদন প্রদান।

প্রাপ্তি স্থান :

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নোয়াখালী বিভাগীয় আঞ্চলিক পানি পরীক্ষাগার, নোয়াখালী সরকারী কলেজ গেইট।

সরকার কর্তৃক নির্ধারিত মুল্যে।

০৭ (সাত) কর্মদিবস।

সংশ্লিষ্ট আঞ্চলিক পরীক্ষাগারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

৬।

পানি সরবরাহ ও স্যানিটেশন সংক্রান্ত তথ্যসেবা

পানি সরবরাহ ও স্যানিটেশন বিষয়ক তথ্যের জন্যে উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট তথ্য প্রদানর আবেদন। সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক তথ্য প্রদান।

সংশ্লিষ্ট  উপজেলা কার্যালয়।

সরকার কর্তৃক নির্ধারিত মুল্যে।

০৭(সাত) কর্মদিবস।

সংশ্লিষ্ট কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

৭।

উদ্বুদ্ধ করণ

সংশ্লিষ্ট জনসাধারনকে নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত পায়খানার ব্যবহার ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন সংক্রান্ত স্বাস্থ্যবিধি পালন সর্ম্পকে জনগনকে উদ্বুদ্ধ করণ।

 সংশ্লিষ্ট উপজেলা কার্যালয়।

বিনামুল্যে

বাৎসরিক কর্মপরিকল্পনা অনুযায়ী

সংশ্লিষ্ট উপজেলার সহকারী প্রকৌশলী /উপ-প্রকৌশলী/  মেকানিক। 

৮।

সরকারী নলকূপ সমুহের তত্ত্বাবধায়কগণকে প্রশিক্ষণ প্রদান ও রেঞ্জ সরবরাহ।

নলকূপ স্থাপন কাজ সমাপ্তির পর সরকারী নলকূপ সমূহের তত্ত্বাবধায়কগণকে নলকূপ মেরামত  সম্পর্কে প্রশিক্ষণ প্রদান ও বরাদ্দ সাপেক্ষে রেঞ্জ সরবরাহ।

  সংশ্লিষ্ট উপজেলা কার্যালয়।

নলকুপ স্থাপন কাজ সমাপ্তির ২৮ কর্ম দিবসের মধ্যে প্রশিক্ষণ প্রদান ও বরাদ্দ সাপেক্ষে প্রশিক্ষণের সাথে সাথে রেঞ্জ সরবরাহ।

প্রকল্পের সংস্থাপন থাকা সাপেক্ষে

সংশ্লিষ্ট উপজেলার সহকারী প্রকৌশলী /উপ-প্রকৌশলী/  মেকানিক। 

৯।

কারিগরি সহায়তা

বাংলাদেশের পল্লী এলাকায় ইউনিয়ন পরিষদ ও পৌর এলাকায় পৌরসভা সমূহকে চাহিদার প্রেক্ষিতে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন অবকাঠামো নির্মানে কারিগরি সহায়তা প্রদান করা হয়ে থাকে। এছাড়াও সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠান এবং জনসাধারনের আবেদনের প্রেক্ষিতে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন অবকাঠামো নির্মানে কারিগরি সহায়তা প্রদান করা হয়।

 সংশ্লিষ্ট উপজেলা কার্যালয়।

বিনামুল্যে

০৭(সাত) কর্মদিবস।

সংশ্লিষ্ট উপজেলার সহকারী প্রকৌশলী /উপ-প্রকৌশলী/ মেকানিক। 

১০।

প্রাকৃতিক দুর্যোগ ও দুর্যোগ পরবর্তীকালীন সেবা

প্রাকৃতিক দুর্যোগ ও দুর্যোগ পরবর্তীকালীন সময়ে সংশ্লিষ্ট  উপজেলা পর্যায়ের   সহকারী প্রকৌশলী/উপ-সহকারী প্রকৌশলী কর্তৃক তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিবরণ ও করণীয় বিষয়ে প্রধান কার্যালয়ের ভান্ডার ও সার্কেলকে অবহিতকরন। এছাড়া বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে বিভিন্ন উপকরন যেমন: নিরাপদ পানি, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, নলকূপ উঁচুকরণের জন্য নিপল পাইপ, নলকূপের খুচরা যন্ত্রাংশ, রিং-স্লাব বিনামুল্যে বিতরন করা হয়।

সংশ্লিষ্ট  উপজেলা কার্যালয়।

বিনামুল্যে

তাৎক্ষণিক

সংশ্লিষ্ট কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা